মেয়ে হত্যার অভিযোগে মা ও স্বামী আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শাসন করতে গিয়ে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মেয়েকে হত্যার অভিযোগে মা- মেয়ের স্বামীকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে মহানগরের মোগড়খালে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মিলা খাতুন (২০)। তিনি শেরপুরের শ্রীবর্দী থানার চরপাড়া বড়বাড়ির নয়ন মিয়ার স্ত্রী।
আটকরা হলেন- নিহত মিলা খাতুনের মা রত্না বেগম (৩৫) এবং তার স্বামী নয়ন (৩০)।
রত্না বেগম পাবনার চাটমোহর থানার বিন্নাবাড়ীর নেফাজ মিয়ার স্ত্রী। নয়ন শেরপুরের চরপাড়া বড়বাড়ি এলাকার হাবিবুল্লার ছেলে।
গাজীপুর মেট্টো পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এস আই) উৎপল কুমার সাহা ও স্থানীয়রা জানান, মিলাকে নিয়ে নয়ন মোগড়খালের কবির হোসেনের বাড়িতে ভাড়া থেকে দর্জির (কাপড় সেলাই) কাজ করেন। রত্না পাশ্ববর্তী চান্দনা গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকুরি করতেন। নয়ন-মিলার মধ্যে দম্পত্য কলহ চলছিল। এ বিষয়ে নয়ন তার শাশুড়ি রত্নাকে জানায়। রত্না সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিলাদের ভাড়া বাসায় যায়। মেয়েকে শাসন করার এক পর্যায়ে ওড়না দিয়ে মেয়ের গলায় ফাঁস দেয়। এতে মিলা নি:স্তেজ হয়ে পড়লে স্বজনরা তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই উৎপল কুমার সাহা আরো জানান, নিহতের কান গিয়ে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের মা ও স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।