গাজীপুরজেলা প্রশাসন

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মশিউর রহমানকে বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ মশিউর রহমানকে (১৫৯৬৮) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এল এ) মোহাম্মদ মশিউর রহমানকে প্রেষনে বদলি পূর্বক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের উপপরিচালক হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য : বিসিএস) ২৫ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৮ সালের ১৫ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করেছিলেন। ২০১৮ সালের ২০ জুলাই বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

এরপর ২০১৯ সালের বুধবার (০৩ এপ্রিল) থেকে মোহাম্মদ মশিউর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে (রাজস্ব ও এলএ) শাখার দায়িত্ব পালন করছেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button