রাশিফল

নতুন বন্ধু প্রাপ্তি মকরের, ব্যস্ততায় বৃষ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
দাম্পত্য জীবনে শান্তি। কর্মে বাধা। ব্যবসায়ে মূলধনের সমস্যা। শিক্ষা শুভ। বিনোদনের যোগ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ব্যবসা নিয়ে ব্যস্ততা বাড়বে। পরিবারের সঙ্গে ভ্রমণ। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা। যাত্রাযোগ শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। শিক্ষাযোগ শুভ। কর্মে উন্নতি। ব্যবসায়ে আত্মীয়দের মতামত প্রকাশ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা। দাম্পত্য সম্পর্কে সমস্যা। কর্মে দায়িত্ব বৃদ্ধি। ব্যবসায়ে শুভ ফল। যাত্রাযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে উন্নতির ফলে সহকর্মীদের চক্রান্ত। বিদেশ যাত্রার সম্ভাবনা। শিক্ষা ক্ষেত্রে সাফল্য। পরিবারে সম্পত্তি নিয়ে আলোচনা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
নতুন প্রেমের সম্ভাবনা। নতুন পরিচিত ব্যবসায়ে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা। যাত্রাযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোনো বিষয়কে হালকাভাবে নেবেন না। শারীরিক সমস্যার কিছুটা উন্নতি। বিনোদনের সুযোগ। সম্পত্তি নিয়ে সমস্যা। শিক্ষাযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কারও সুপারিশ ছাড়াই সফলতা পাবেন। নতুন কাজের চেষ্টায় সফলতা। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অজানা শত্রুর চক্রান্তের ফলে সমস্যা দেখা দিতে পারে। আপনার আশেপাশে থেকে কেউ ক্ষতির চেষ্টা করতে পারে। যাত্রাযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সুযোগ কাজে লাগানোর দরকার হলে পরিবারের সাহায্য নিন। কর্মক্ষেত্র শুভ। যাত্রাযোগ শুভ। নতুন বন্ধুর সঙ্গে পরিচয়।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
লেখা বা প্রকাশনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিন শুভ। আর্থিক লাভ। কর্মে উন্নতি। বিনোদনের যোগ। যাত্রাযোগ মিশ্র।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
হতাশা কাটাতে পারলেই সাফল্য আসবে। নতুনভাবে কাজ শুরু করার সুযোগ পাবেন। বিশেষ যাত্রার বাধা কাটবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button