আন্তর্জাতিক

ওমানে গাড়ির ধাক্কায় ৫ বাংলাদেশি নিহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ওমানে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন।

ওমানের আদম এলাকা সোমবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের লিয়াকত আলী (৩৫), শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের সবুর আলী (৩৩) ও কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজারের টিলালাইন এলাকার আলম আহমেদ (৩৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওমানের সময় বিকেল ৪টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় কাজ শেষে বাইসাইকেল যোগে বাসায় ফেরার সময় প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়। আশঙ্কাজনক একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।

স্থানীয় থানা পুলিশ বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি অবহিত করলে দূতাবাসের সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম আজ সোমবার সকালে সেখানে পৌঁছায়।

এঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমেছে। নিহত আলম আহমেদের ছোট ভাই ওয়াসিম বলেন, ‘আমার বড় ভাই পরিবারের সচ্ছলতা ফিরে আনার আশায় বাড়ীতে স্ত্রী ও ২ সন্তানকে রেখে ধার-দেনা করে ৬ মাস পূর্বে ওমানে পাড়ি দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পরিবারের সচ্ছলতার জায়গায় আজ পরিবারের নিঃস্ব হয়ে গেছে।’

নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘প্রবাস আমার সংসার জীবনকে তছনছ করে দিয়েছে। ধার-দেনা করে আমার স্বামী বিদেশে গিয়েছিলেন। এখন এই ধার-দেনা কিভাবে পরিশোধ করবো?’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button