সারাদেশ
চট্টগ্রামে রেলওয়ে বস্তিতে আগুন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চারটি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির অধিকাংশ ঘর পুড়ে গেছে। আগুনের কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।