গাজীপুর
ধীরাশ্রমে ট্রেনে ঝুলে থাকা এক যুবক ট্রেন থেকে পড়ে নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ট্রেনের দরজার হাতলে ঝুলে থাকা এক যুবক ট্রেন থেকে পড়ে নিহত হয়েছে।
রোববার সকালে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রমে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে।
নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায় নি । বয়স আনুমানিক ২৫ বছর।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই আব্দুল মান্নান জানান, সকালে জামালপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের দরজার হাতল ধরে ঝুলে যাওয়ার সময় রেল সড়কের পাশে থাকা খাম্বার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।