বেপরোয়া ট্রাক কেড়ে নিল পূবাইলের আইয়ুব শেখের প্রাণ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী-কালীগঞ্জ সড়কের পূবাইল কলেজ গেইট এলাকায় বেপরোয়া একটি ট্রাক চাপায় আইয়ুব শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আইয়ুব আলী পূবাইল সাতানী পাড়া এলাকার মৃত হরমুজ শেখের ছেলে। তিনি পূবাইল কলেজ গেইট এলাকায় রড-সিমেন্টের ব্যবসা করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে জ্যাম থাকায় পূবাইল কলেজ গেইট এলাকায় খোকন ফিলিং স্টেশনের সামনে সড়কের পাশে মোটরসাইকেল রেখে আইয়ুব আলী মোবাইলে কথা বলার সময় কালীগঞ্জগামী বেপরোয়া একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছে।
জিএমপি’র পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।