আলোচিত

‘ক্রসফায়ারে হত্যার হুমকি’ দিয়ে ডিবি পুলিশের চাঁদাবাজি, ৭ সদস্য বরখাস্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘ক্রসফায়ারে হত্যার হুমকি’ দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ঢাকা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা জেলা পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার গণমাধ্যমকে জানান, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক সৈয়দ মাহমুদুল হাসান, সহকারী উপপরিদর্শক ফরহাদ আলী, কনস্টেবল মোজাম্মেল হক, আবদুল জব্বার, সুমন, রাজীব এবং রাসেল।

শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বলেন, “একজনকে হয়রানির অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে। আমরা অভিযোগটি তদন্ত করছি।”

পুলিশের একটি সূত্র জানায়, আসামিরা গত বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ব্যবসায়ী মো. সোহেলকে আটক করে এবং তার কাছ থেকে টাকা দাবি করে।

অভিযোগের কথা উল্লেখ করে সূত্র জানায়, পরিবারের মাধ্যমে সাড়ে চার লাখ টাকা দেওয়ার পরে অভিযুক্তরা সোহেলকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে সোহেল শুক্রবার সকালে ঢাকা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান।

অভিযোগপত্রে বলা হয়, ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সূত্রাপুর থানাধীন লালকুঠি নৌকাঘাট থেকে ৫/৬ জন লোক গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে হাতকড়া পড়িয়ে, চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং মামলার ভয় দেখানো হয়। এরপর তারা তাকে ‘ক্রসফায়ারে’ হত্যার হুমকি দেয় এবং পাঁচ লাখ টাকা দাবি করে।

পরে, তাদের কথামতো রাত সাড়ে এগারোটার দিকে বসিলা ব্রিজের কাছাকাছি একটি স্থানে সোহেলের স্ত্রীর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button