মৃত্যুর ৪৮ বছর পর রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার কবর স্থানান্তর
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হওয়ার ৪৮ বছর পর রাষ্ট্রীয় মর্যাদায় ’গার্ড অব অনার’ প্রদান করে গাজীপুরের মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন অছির কবর স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কবর থেকে দেহাবশেষ উত্তোলন করে মহানগরীর ভোগড়ায় তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শহীদ অছির ছোটভাই গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক মো. আলতাফ হোসেন বলেন, ১৯৭১ সালের ১৬ অক্টোবর গাজীপুর সদর উপজেলার ডগরীতে পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন বড়ভাই। তাঁকে ওই সময়ে ডগরী গ্রামেই দাফন করা হয়েছিল। ৪৯ বছর পর ইসলামি রীতি অনুসরণ করে ডগরী থেকে মুক্তিযোদ্ধা অছির কবর থেকে দেহাবশেষ তুলে ভোগড়ায় পারিবারিক কবরাস্থানে স্থানান্তর করা হয়েছে।
শহীদের অপর ভাই মো. আক্রাম হোসেন জানান, তাদের মা-বাবার ইচ্ছে পুরণের জন্য তার কবর স্থানান্তর করা হয়েছে। মৃত্যুর ৪৮ বছর ৩ মাস ১৫ দিন পরে হলেও তার বড় ভাইকে রাস্ট্রীয় মর্যাদা দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নতুন করে দাফনের আগে শহীদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এসময় শহীদ তোফাজ্জল হোসেন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক সচিব মো: সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, মুক্তিযোদ্ধা ঈমান উদ্দিন, মো: শাহাবুদ্দিন মাষ্টার প্রমুখ। এসময় এলাকার বিপুল সংখ্যক মানুষ এবং স্থানীয় মুক্তিযুদ্ধাগণ উপস্থিত ছিলেন।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামানের উপস্থিতিতে পুলিশ গার্ড অব অর্নার প্রদান করেন।
পরে শহীদ তোফাজ্জল হোসেন অছি’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।