গাজীপুর
কালিয়াকৈরে অজ্ঞাত গাড়িচাপায় এক ভ্যান চালকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মফিজ ফকির (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজ ফকির নাটোর সদরের বেলগড়িয়ার মৃত হামেজ ফকিরের ছেলে। তিনি কাশিমপুর নামাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান চালকের কাজ করতেন।
সালনা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে মৌচাকে চন্দ্রাগামী এক অজ্ঞাত গাড়ি মফিজকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, নিহত মফিজের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।