দক্ষিণী সিনেমার পরিচালকদের প্রভাসের অনুরোধ
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : ‘বাহুবলি’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস। এ সিরিজের সাফল্যের পর ‘সাহো’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে কাঁপিয়েছে। যদিও তেলেগু ভার্সন খুব একটা সুবিধা করতে পারেনি।
এ দিকে দক্ষিণী সিনেমার তরুণ পরিচালকদের প্রতি প্রভাস অনুরোধ জানিয়েছেন, তারা যেন চিত্রনাট্য নিয়ে তার কাছে আসেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রভাসের ঘনিষ্ঠজন বলেন, ‘তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে ইচ্ছুক এমন কয়েকজন তরুণ পরিচালকের সঙ্গে কথা বলেছেন প্রভাস। তিনি অনুরোধ করেছেন, তারা যেন মজার গল্প নিয়ে তার কাছে আসেন। প্রভাস অল্প বাজেটের কিছু সিনেমায় কাজ করতে চাচ্ছেন। এখন দেখার বিষয়, কে প্রভাসের সঙ্গে কাজের সুযোগ পান।’
প্রভাসের পরবর্তী সিনেমা ‘জান’। রাধা কৃষ্ণা পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ছুটি কাটিয়ে কিছুদিন আগে এ সিনেমার শুটিংয়ে যুক্ত হন প্রভাস। এরই মধ্যে তৃতীয় লটের শুটিং শেষ হয়েছে। তৃতীয় লটের শুটিং শেষ করে আপাতত সংক্ষিপ্ত বিশ্রামে রয়েছেন প্রভাস ও তার টিম। এখন চতুর্থ লটের প্রস্তুতি চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ লটের শুটিং শুরু করবেন বলে জানা গেছে।