রাশিফল

বৃশ্চিকের সংসারে অশান্তি হলেও সিংহ পাবেন সুসংবাদ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
বিলাসিতা বৃদ্ধির জন্য ব্যয় হতে পারে। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা অর্থের ব্যাপারে সমস্যা আনতে পারে। আঘাত পেতে পারেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর সঙ্গে সমস্যায় বেশি কথা না বলাই শ্রেয়। পরিবারে সমস্যা দেখা দিতে পারে।

মিথুন: (২২ মে – ২১ জুন)
সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম লাভ করতে পারবেন। চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে। বাড়তি খাতে খরচ বৃদ্ধি পাবে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায় লাভ বাড়লেও সঞ্চয় কম হবে। পরিবারে শুভ নতুন কিছু আলোচনা শুরু হতে পারে। বিদেশে যাওয়ার সুযোগ আসবে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মস্থানে খুব বিচক্ষণতা সহকারে কাজ করুন। কারো প্রতি অপ্রীতিকর ব্যবহার করে ফেলতে পারেন। আজ কোনো সুসংবাদ আসতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দামি উপহার প্রাপ্তি। কর্মভাবে সমস্যা বৃদ্ধি পেতে পারে। শরীরে অলসতা বাড়তে পারে। কোনো আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
অনেক দিনের পুরোনো অশান্তির উদয় হতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাড়তি খরচের মনোভাব এড়িয়ে চলুন, ক্ষতি হতে পারে। সারাদিন খুব সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের সম্ভাবনা আছে। দায়িত্ব পালন নিয়ে সংসারে অশান্তি।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। কারো কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন। কাউকে বিপদের হাত থেকে বাঁচাতে হতে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারেন। কোনো চিন্তা সারাদিন তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগীভাব দেখা দেবে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নির্মল মনোভাব সকলের প্রিয় করে তুলবে। রাস্তায় ঘাটে কোনো দুর্ঘটনা হতে পারে। কারো বিরোধিতা করে ফেলতে পারেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button