শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ ফেব্রুয়ারিতে: প্রতিমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আগামী মাসে প্রাথমিক বিদ্যালয়ে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

কুড়িগ্রাম সদরের পিটিআই চত্বরে ২০২০-২০২১ শিক্ষা বর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মিড ডে মিল নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। আমরা মুজিব বর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়ার চিন্তা করছি। চর-হাওরসহ দুর্গম এলাকাগুলোতে নতুন করে আরও স্কুল করতে চাচ্ছি। এসব এলাকায় স্থানীয় শিক্ষক দেওয়ার চেষ্টা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মো. জোবায়দুর রহমান, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে পিটিআইয়ের প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button