আবার গ্যাড়াকলে একে আজাদ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : এফবিসিআইয়ের সাবেক সভাপতি, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ আবার গ্যাড়াকলে পড়েছেন। বর্তমান সরকার দায়িত্বে আসার পর প্রথমদিকে তার সঙ্গে সুসম্পর্ক থাকলেও আস্তে আস্তে সম্পর্ক থেতিয়ে পড়ে। দু বছর আগে তার নকশা বহির্ভূত বাড়ি নির্মাণের অভিযোগে বাড়ির একাংশ ভেঙ্গে দিয়েছিল রাজউক। এর পরপরই তাকে দুর্নীতি দমন কমিশন চিঠি দিয়েছিল।
সোমবার দুর্নীতি দমন কমিশন থেকে বলা হয়েছে, অবৈধ সম্পদ হওয়ার ব্যাপারে তার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় তাকে সম্পদের হিসেব দিতে বলেছে দুর্নীতি দমন কমিশন। এ সংক্রান্ত নোটিশ তাকে পাঠানো হয়েছে বলে তাকে দুর্নীতি দমন কমিশন থেকে নিশ্চিত করা হয়েছে। তিনি সপ্তাহের মধ্যে (২১ কর্মদিবস) তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ২২ মে আজাদকে ডেকে দুদক জিজ্ঞাসাবাদ করেছিল। তার প্রেক্ষিতেই অভিযোগ গঠন করা হয়েছে বলে জানা গেছে।
ওয়ান ইলেভেনের সময় যারা আওয়ামী লীগ সভাপতির পাশে দাড়িয়েছিল তাদের মধ্যে অন্যতম ব্যবসায়ী একে আজাদ। কিন্তু একে আজাদের সঙ্গে নানা কারণে আওয়ামী লীগের দূরত্ব তৈরী হয়। এক সময় ওয়ান ইলেভেনে সংস্কারপন্থী মতিউর রহমান এবং মাহফুজ আনামের সঙ্গে তার সুসম্পর্ক তৈরী হয়। পরবর্তীতে তিনি আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু নতুন করে দুদকের তার সম্পদের হিসেব বিবারণী চাওয়ার ফলে তিনি নতুন করে গ্যাড়াকলে পড়লেন বলেই বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: বাংলা ইনসাইডার