গাজীপুর

শ্রীপুরে শিশু সন্তানকে গলা কেটে হত্যাচেষ্টা : মাদকাসক্ত পিতা আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে দুই বছর বয়সী শিশু সন্তানকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে মাদকাসক্ত পিতা রাজু মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বারতোপা গ্রামের মহর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত শিশু কাউছার হোসেন(২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আটক রাজু মিয়ার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। তিনি সপরিবারে বারতোপা গ্রামের মহর আলীর বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রি কাজ করেন। তার স্ত্রী কামরুন্নাহার চাকরি করেন স্থানীয় খানটেক্স ফ্যাশনস লিমিটেডে।

কামরুন্নাহার জানান, রাজু মাদকাসক্ত। প্রায়ই মাদক কেনার জন্য টাকা চাইতো। রবিবার বিকালেও সে টাকা চায়। টাকা না দেওয়া রাজু তার সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে গলায় ছুরি দিয়ে আঘাত করে। এ সময় আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) বেলাল হোসেন জানান, শিশুটিকে প্রথমে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button