রাশিফল

মিথুনের সন্তানের ব্যাপারে চিন্তা, বৃশ্চিকের বিপদ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কাজের জন্য কোনও স্থানে বারবার যেতে হতে পারে। খেলাধুলার থেকে জয় লাভ ও সম্মান লাভ। মনের মানুষের সঙ্গে বিবাদের কারণে মানসিক চাপ বাড়বে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

অশুভ নক্ষত্রের প্রভাবে উচ্চব্যক্তির কাছে অপমান বা তাচ্ছিল্য পেতে পারেন। মায়ের সঙ্গে কোনও বিবাদ হতে পারে।

মিথুন: (২২মে – ২১ জুন)

কর্মের কারনে বিদেশ যাত্রা হতে পারে। আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। অংশীদারী ব্যবসা খুব একটা ভাল যাবে না। সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

কাজের পরিমাণ অনেকটাই বাড়তে পারে। ব্যবসায় মন্দার জন্য চিন্তা বাড়বে। কাজের জন্য দূরে যেতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

বহুদিনের কোনও আশা পূরণ হতে পারে। তবে কোনো বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাড়তি কোনও চিন্তা মন খারাপ করতে পারে। আর্থিকযোগ মিশ্র।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

প্রিয়জনের সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। সংসার উন্নতির জন্য শত চেষ্টা করলেও বতর্মানে সমস্যা থেকেই যাবে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

অতিরিক্ত রাগের কারণে বিপদ আসতে পারে। পিত্তরোগে সমস্যা বাড়তে পারে। বাড়তি খরচের জন্য পরিবারে বিবাদ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

অপরের ভাল করতে গিয়ে বিপদ আসতে পারে। কাজের দ্বারা মনের ইচ্ছে পূরণ হতে পারে। হতাশা গ্রাস করতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

উচ্চব্যক্তির দ্বারা শ্রীবৃদ্ধি। পড়াশুনার দিকে ভাল সাফল্য আসতে পারে। ব্যবসার থেকে বাড়তি আয় আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

বেকারদের জন্য কোনও ভাল কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় কিছু ক্ষতিও হতে পারে। কর্মস্থানে সম্মান বৃদ্ধি পাবে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

উদ্দেশ্যহীন ভাবে ভ্রমণ হতে পারে। অতিরিক্ত কাজের চাপে শরীরে দুর্বল ভাব হতে পারে। পিতার সঙ্গে কোনও বিবাদের কারণে কাজের ক্ষতি হতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

কর্মভাবে বিবাদ মিটে যাবে। অপরের উপর নির্ভর করে কাজ করতে হবে। ব্যয় অধিক হতে পারে। দাম্পত্য যোগে নতুন খবর।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button