গাজীপুর

গাজীপুর-বিমানবন্দর বিআরটিসির এসি বাস উদ্বোধন করলেন মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রথমবারের মত গাজীপুর সিটি কর্পোরেশনের শিববাড়ি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

শনিবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ বাস সার্ভিস উদ্বোধন করেন।

গাজীপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. মফিজ উদ্দিন জানান, প্রতিদিন শিববাড়ি থেকে বিমান বন্দর পর্যন্ত ১৬টি এসি বাস চলাচল করবে।

প্রতি কিলোমিটার সোয়া তিন টাকা হারে শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত (২৩.১ কিলোমিটার) ভাড়া ধরা হয়েছে ৭৫টাকা।

গাজীপুর সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্মসচিব মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসির) চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. এহসান এলাহী।

এছাড়া বক্তব্য রাখেন বিআরটিসির ব্যবস্থাপক প্রকৌশলী ফাতেমা বেগম, গাজীপুর বাস ডিপোর ম্যাজোর মো. মফিজ উদ্দিন, সিবিএ সভাপতি আ. কাদের, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button