রাশিফল

তুলায় সঙ্গ উপভোগ, কর্কটে আর্থিক যোগ শুভ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

স্বাস্থ্য ও ভাগ্যক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো। অত্যধিক পরিশ্রমের প্রয়োজন এমন কাজ এড়িয়ে চলতে পারেন। যদিও পরিশ্রমের যথাযথ পারিশ্রমিক পাবেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

স্বাস্থ্য সন্তোষজনক অবস্থায় থাকবে না। ব্যবসার কারণে অথবা নিছকই আনন্দ করতে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা আপনার উপর নির্ভরশীল তাঁদের প্রতি শুভ চিন্তা বজায় থাকবে।

মিথুন: (২২মে – ২১ জুন)

দিনটিতে কিছু ইতিবাচক দিক আছে। ব্যবসা সূত্রে ভবিষ্যতে লাভের মুখ দেখতে পারেন। ঊর্ধ্বতনেরা কাজে খুশি হতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

মোটের উপর দিনটি শুভ। ব্যবসায় লাভ ও আর্থিক যোগ শুভ। কর্মস্থানে শুভ ভাব বজায় থাকবে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলে সেটি নিয়ে একাধিক পরামর্শ নিন। আইনি বিষয়গুলোতে সাবধান থাকুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

একই পদ্ধতির বাইরে বেরিয়ে নতুন ভাবে ভাবার প্রয়োজন হয় সেই কাজে সফল হবেন। বন্ধুরা লক্ষ্যপূরণে সহায়তা করবে। দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গ উপভোগ করবেন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

পরিবারের সকলে আপনাকে স্নেহ, ভালোবাসা দেবে। সকলেই সঙ্গ উপভোগ করবে। কর্মস্থানে বুঝে কথা বলুন নতুবা সামান্য বিষয় ঝগড়ার রূপ নেবে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

কাছে মানুষের দ্বারা উপকৃত হবেন। বিভিন্ন বিষয়ে অতি মাত্রায় অনুভূতিশীল হয়ে উঠবেন। আর্থিক বিষয়ের জন্য দিনটি অতীব শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

মন দুশ্চিন্তা ও সন্দেহে পরিপূর্ণ থাকবে। খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। পরিবারের সদস্যের সঙ্গে বচসায় জড়াতে পারেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

কাজ বা সম্পর্ক নতুন করে শুরু করতে চাইছেন সেগুলি মনোমতো নাও হতে পারে। সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য আজ আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

প্রতিটি কাজেই ঠিকঠাক এগোতে পারবেন এবং যে কাজগুলি আজ করার পরিকল্পনা করেছিলেন সেগুলি সম্পন্ন করতে পারবেন। বাবা-মার সাহায্যে আর্থিক লাভ করতে পারেন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আর্থিক দিক দিয়েও আজকের দিনটি ভালো। আজ প্রয়োজনের তুলনায় একটু বেশি আত্মবিশ্বাসী ও ইতিবাচক থাকবেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button