গাজীপুর

গাজীপুরে গ্রামীন ব্যাংকের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন-সমাবেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গ্রামীণ ব্যাংকে সরকার ঘোষিত শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, পেনশন পুন:স্থাপনের দাবিতে গাজীপুরে গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে গাজীপুর পিটিআইয়ে অবস্থিত শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

gazipurkontho

পরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশ ও স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠণের প্রধান উপদেষ্টা মো. মাহবুবুল হক, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন আহমেদ, ইনডিপেনডেন্ট ২৪. টিভির চিফ নিউজ এডিটর আশিস সৈকত প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মো. মাহবুবুল হক বলেন, অন্যান্য ব্যাংকে সরকার ঘোষিত প্রজ্ঞাপনের উল্লেখিত দাবিগুলো মানা হলেও গ্রামীন ব্যংকে মানা হচ্ছে না। তাই তিনি গ্রামীন ব্যাংকে দ্রুত ওইসব দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রয়াত সভাপতি সামসুল আরেফিনের স্মৃতিচারণ করা হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button