গাজীপুর

গাজীপুরে ‘জাল দলিলের মাধ্যমে নামজারী’, প্রতারক কারাগারে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাল দলিলের মাধ্যমে নামজারি ও জমাভাগ (খারিজ) করার অপরাধে মো. সামসুল হক (৫৫) নামে এক প্রতারককে আটক করেছে গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া পারভেজ।

এ ঘটনায় জলিয়াতির অভিযোগে জিএমপি’র সদর থানায় দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার আদালতের মাধ্যমে প্রতারক সামসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার প্রতারক মো. সামসুল হক গাজীপুর মহানগরের শরীফপুর (সোন্ডা) এলাকার আয়েত আলীর ছেলে।

মামলার বাদি গাজীপুর সদর উপজেলা ভূমি) অফিসের অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক মো. ইমরান হোসেন জানান, সম্প্রতি মহানগরের শরীফপুর (সোন্ডা) এলাকার বাসিন্দা মো. সামসুল হক ও ঢাকার নয়াটোলার (পূর্ব) চেয়ারম্যান গলি এলাকার মো. আব্দুর রহমানের নামে দুইটি সইমোহরকৃত দালিলের মাধ্যমে বাসন ইউনিয়ন ভূমি অফিস থেকে এসি ল্যান্ড অফিসে স্থানীয় ইসলামপুর মৌজার ’খ’ তফসিলভুক্ত ১ একর ৩৬ শতাংশ জমির নামজারি ও জমাভাগের জন্য দুইটি নথির প্রস্তাব পাঠায়। যার নামজারি ও জমাভাগও সম্পন্ন হয়ে যায়।

পরে জানা যায় যে দলিল দুইটির মাধ্যমে ওই জমির নামজারী জামাভাগ সম্পন্ন হয়েছে তা ছিল জাল।

পরবর্তীতে দলিলে উল্লেখিত ঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের ভলিয়মের সঙ্গে ওই দলিলের তথ্য নিয়ে দেখা গেছে দলিল দুইটির দাতা, গ্রহিতা ও তফসিলের কোন মিল নেই। দলিল দুইটি সম্পূর্ণ জাল ও জালিয়াতি করে তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার মো. বিবাদি সামসুল হকের উপস্থিতিতে গাজীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া পারভেজ ওই বিষয়ে শুনানীকালে প্রমাণিত হয় ওই জালিয়াতির সঙ্গে সামসুল হক জড়িত। পরে তাকে আটক করে গাজীপুর সদর থানা পুলিশে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে ওই থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওইদিনই তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

গাজীপুর সদর সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া পারভেজ জানান, জলিয়াতির তথ্য জানার পর সঙ্গে সঙ্গে নথি দুইটির নামজারি ও জমাভাগ বাতিল করা হয়েছে। এরসঙ্গে ভূমি অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button