অসত্য সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার সরকারি তালিকাভুক্তি বাতিল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : অসত্য সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের বিজ্ঞাপন ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক ডায়ানা ইসলাম সিমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘দৈনিক সংগ্রাম পত্রিকায় গেল ১২ ডিসেম্বর ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাৎবার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর গতকাল ২২ জানুয়ারি পত্রিকাটির সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে।’’
এর আগে, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী প্রতিবেদন প্রকাশের দায়ে দৈনিক সংগ্রাম’র মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হবে না কেন? এই মর্মে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) বাংলা পত্রিকা দৈনিক সংগ্রামকে একটি নোটিশ পাঠায়।
১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা (মামলা নং-২৪) দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে করা ওই মামলায় দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ গ্রেফতার হয়ে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।