মেষের গৃহে শান্তি, প্রিয়জনের সঙ্গে বিরোধ তুলার
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আত্মবিশ্বাস ও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হবে। গৃহে শান্তি ও আনন্দ বজায় থাকবে। কথা ও স্বভাব নিয়ন্ত্রণে রাখুন এবং আক্রমণাত্মক মানসিকতা পরিত্যাগ করুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোন কাজে চূড়ান্ত আত্মবিশ্বাসী ও দায়বদ্ধ থাকবেন। ভ্রমণের সম্ভাবনা আছে। অংশীদারিত্বে বিশেষ লাভ হতে পারে।
মিথুন: (২২মে – ২১ জুন)
অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। ক্রোধ ও নেতিবাচক চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করুন। চাকরির পরিবেশ বন্ধুত্বপূর্ণ হবে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
হতোদ্যম ও ক্লান্ত বোধ করবেন। মানসিক অবসাদ এবং দুশ্চিন্তাতেও ভুগতে পারেন। ব্যবসায় ব্যর্থতার প্রবল সম্ভাবনা আছে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কাজের ক্ষেত্রে একটি বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার পরিবেশ থাকবে। ঊর্ধ্বতনরা খুশি হবেন। যে কাজই হাতে নেবেন, সেটিই সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
বিভিন্নক্ষেত্র থেকে আসা আর্থিক লাভ খুশি করবে। আয় বাড়তে পারে। যারা বিবাহে ইচ্ছুক, তারা যোগ্য সঙ্গীকে আজ খুঁজে পেতে পারেন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে অস্থির বোধ করবেন। প্রিয়জনদের সঙ্গে নীতিগত দিক থেকে কিছু বিরোধ দেখা দিতে পারে, যেটি আপনাকে কষ্ট দেবে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দিনটিতে খুব সহজেই সিদ্ধান্তটি নিতে পারবেন না। তবে কর্মভাবে গুরুজনের উপকার পাবেন। সামাজিক মান ও যশ অর্জন করবেন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
চোখের সমস্যা ভোগাতে পারে। কর্মভাবে সারাদিন অস্থির থাকতে পারে। পরিবারের সদস্যরা ভুল বুঝতে পারে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রতিবেশীর সঙ্গে কোন বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মে ইতিবাচক ভাব বজায় থাকবে। ব্যবসা নিয়ে সাময়িক দুশ্চিন্তা দেখা দিলেও মোটের উপর শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সুখবর পেতে পারেন। সরকারি কাজে লাভের সম্ভাবনা। দক্ষতার সঙ্গে আর্থিক দিকগুলি সামলাতে পারবেন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
যাবতীয় পরিশ্রমের পরও ফল নাও পেতে পারেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা ভোগাতে পারে। কর্মভাবে সারাদিন ব্যস্ত থাকবেন।