রাশিফল

আত্মবিশ্বাস বাড়বে মেষের, ব্যবসায় বাধা আসতে পারে কর্কটের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বিশেষ উচ্চতায় থাকবে। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রকল্পগুলোতে আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তার সঙ্গে কাজ করবেন। ভ্রমণের সম্ভাবনা আছে। অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা।

মিথুন: (২২মে – ২১ জুন)
নিয়মমাফিক কাজগুলোর জন্য অনেকটা ঘোরাঘুরি করতে হতে পারে। আক্রমণাত্মক মানসিকতার মধ্যে পড়তে হতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
শারীরিকভাবে অলসতাবোধ করবেন। মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারেন। ব্যবসায় বাধা আসতে পারে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কাজের জায়গাটি মনের মতো হবে। ঊর্ধ্বতনরা যথেষ্ট খুশি হবেন। বাকি থাকা কাজগুলো সম্পন্ন করতে পারবেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অহংবোধ আপনাকে গ্রাস করতে পারে। দিনটি ক্লান্তিকর হবে। পারিবারিকভাবে তার প্রভাব পরবে। কর্মভাবে যে কোনোরকম মতবিরোধই আজ এড়িয়ে চলুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোনো ঘটনায় মানবিক সত্ত্বাটি জেগে উঠবে। অহংকার এবং মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আত্মবিশ্বাস ও ভাবনার স্বচ্ছতা দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নাও থাকতে পারেন। হৃদয় আজ হতাশা ও অসন্তোষে পরিপূর্ণ থাকবে যেটি নেতিবাচকতা, অস্থিরতা ও বিরক্তির জন্ম দিতে পারে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন প্রকল্পের কাজ শুরু করতে পারেন। সহকর্মীদের থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। ধারণাগুলোকে অন্যদের কাছে পৌঁছে দিতে যথেষ্ট সফল হবেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মভাবে আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বজায় থাকবে। সাফল্যের লেখচিত্রটি ঊর্ধ্বমুখী থাকবে। কনিষ্ঠদের কাছ থেকে উপকৃত হতে পারেন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বেশি ভাববেন না। পরিশ্রমের প্রত্যাশিত ফল না পেলে হতাশ হবেন না। কর্মব্যস্ততা যথেষ্ট বহাল থাকবে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
একটি দীর্ঘ আলোচনার সম্ভাবনা আছে। আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রের পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button