গাজীপুর

বাংলাদেশের সফল রাজনৈতিক ব্যক্তিত্ব মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশের সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে ভারতের ‘সেইন্ট মাদার তেরেসা সম্মাননা’ দেওয়া হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে।

শনিবার (১৮ জানুয়ারি) কলকাতার ইজেডসিসি মিলনায়তনে তার হাতে এ সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।

রবিবার (১৯ জানুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মাননা অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের বিচারপতি শ্যামল সেন, মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল ড. টি এইট আয়ারল্যান্ড। এটি ছিল সংগঠনটির ২০তম উদ্যোগ।

অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর আলমকে বাংলাদেশের সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ‘যেকোনো সম্মাননা প্রাপ্তিই আনন্দের। আমাকে সম্মানিত করার জন্য সেইন্ট মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এ প্রাপ্তি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে গাজীপুরবাসী, যারা আমাকে ভালোবেসে, বিশ্বাস করে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। চেষ্টা করছি, গাজীপুর সিটিকে একটি মডেল সিটি হিসেবে দাঁড় করানোর। সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই আমি সফল হব।’

উল্লেখ্য, একই অনুষ্ঠানে স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে এ বছর ‘মাদার তেরেসা রত্ন’ সম্মানে ভূষিত করা হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button