রাশিফল

বৃষের কর্মে সাফল্য, ধনু আত্মবিশ্বাসে ভরপুর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ইতিবাচক ভাবনা উদ্বুদ্ধ করবে। কঠিন কাজে সহজেই সফল হলে অবাক হবেন না। পছন্দের মানুষটি আপনাকে একটি চমক দিতে পারেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
দিনটি আপনি উপভোগ করবেন। কর্মে সাফল্য আসবে। সহকারীদের কাছ থেকে সম্মান লাভ করবেন। ঊর্ধ্বতন আপনাকে নির্ভরযোগ্য বলে গণ্য করবেন।

মিথুন: (২২মে – ২১ জুন)
অর্থসঞ্চয়ের জন্যই দিনটি অসাধারণ। সম্ভবত আপনি ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করেছিলেন। সেগুলো এখন বাস্তবে রূপায়িত হতে শুরু করবে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
অনুভূতিগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখুন। সৃজনশীলতা ও নতুন ব্যবসার পরিকল্পনা করার জন্য সময়টি উপযুক্ত নয়। দুশ্চিন্তাগ্রস্ত থাকায় চিকিৎসা পদ্ধতি আপাতত স্থগিত রাখুন।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
খুব সহজে আপনি ছুটি নাও পেতে পারেন। অলস বোধ করবেন। তবে আপনি এতটাই ব্যস্ত থাকবেন যে মনঃসংযোগ করতে পারবেন না।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দিনটি খুব সহজ হবে। কোনও কিছুর জন্যই আজ আপনাকে লড়াই করতে হবে না। সুতরাং আশা করতে পারেন যে সবকিছু সহজে সমাধান হয়ে যাবে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায়ে যোগে সৌভাগ্য শুভময়। বিভিন্ন দিক থেকে লাভের সুযোগ পাবেন। সাধারণের বাইরে এমন কিছু করতে পারেন যা ইতস্তত করবে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মেজাজ নিয়ন্ত্রণে রাখুন কারণ অন্য রাশির জাতকরাও আজ খুব সংবেদনশীল থাকবেন। ব্যয় বাড়তে পারে তবে তার জন্য অন্যকে দোষ দিয়ে কোনও লাভ নেই।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মযোগে টুকটাক বিবাদ থাকবে। তবে সম্পূর্ণভাবে দিনটিকে উপভোগ করবেন। আপনি আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং তা আপনার কাজে ধরা পড়বে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
দিনের প্রথমভাগে নির্ধারিত প্রকল্পগুলো ও আর্থিক চুক্তিগুলোর বিষয়ে কথা সেরে ফেলুন। দিনের মধ্যভাগে কিছু বাধার সম্মুখীন হলেও রাস্তাগুলো খুলে যাবে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মন আজ অনুভূতিপ্রবণ থাকবে। অনুভূতিগুলো ইতিবাচক হবে। আজ আপনি বেশ কল্পনাপ্রবণ হয়ে উঠবেন। আর্থিক যোগ মিশ্র।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মানসিকভাবে আপনি অস্থির বোধ করতে পারেন। মনের কথা অন্যকে জানিয়ে সমস্যায় পড়তে পারেন। দিনটি মোটামুটি কাটবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button