স্ত্রী নির্যাতনের দায়ে বরগুনায় পুলিশ সদস্য গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্ত্রী নির্যাতনের দায়ে বরগুনা সদর থানায় পুলিশ কনস্টেবল সাখাওয়াতকে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বরগুনা জেলার পুলিশ সুপারের নির্দেশে বরগুনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল পাথরঘাটা থানায় কর্মরত ও পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।
পুলিশ জানায়, সাখাওয়াতের পূর্বের আরও দুটি স্ত্রী আছে এটি গোপন রেখে বরগুনার তালতলীর কৃষক কবির খলিফার মেয়ে কলেজ পড়ুয়া রাবেয়াকে বিয়ে করেন।
যৌতুকের দাবিতে ওই পুলিশ কনস্টেবল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে ভিকটিমের বাবা অভিযোগ করেছেন। পরে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার ওসি আবের মোহাম্মদ হোসেন পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।