গাজীপুর
পূবাইলে ট্রেনে কাটা এক যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী-ভৈরব রেল সড়কের পূবাইলে ট্রেনে কাটা পড়ে মো: রনি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৭ টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি ব্রাক্ষণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামের নান্নু মিয়া ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহম্মেদ জানান জানায়, শুক্রবার সকাল ৭ টার দিকে ঢাকাগামী আন্তঃনগর উপবন ট্রেনের নিচে পড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের সঙ্গে থাকা স্মার্টকার্ড থেকে তাঁর পরিচয় জানা যায়। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবকের দেহ কয়েক খন্ড হয়ে গেছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।