টঙ্গীতে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
গাজীপুর কণ্ঠ ডেস্ক : চার দিনের বিরতির পর আজ শুক্রবার থেকে টঙ্গীতে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে তুরাগ নদের পারে আবারও সমবেত হয়েছেন লাখো মুসল্লি।
এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব।
প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছিলেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
বৃহস্পতিবার সকালে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসছেন মুসল্লিরা। বাস, ট্রাক, পিকআপ থেকে মাথায় ও কাঁধে ব্যাগ, পোঁটলা হাতে নামছেন মুসল্লিরা।
ইজতেমা আয়োজনে গাজীপুরের জেলা প্রশাসন ও পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তবে কয়েকজন মুসল্লি পানি সমস্যার কথা জানিয়েছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘পানির ব্যবস্থা আগেরটাই থাকবে। তবে মুসল্লিরা যাতে পানিসংকটে না ভোগেন, সে জন্য বাইরে পানি মজুত রাখা হবে। আর প্রথম পর্বে মাইকের যে সমস্যা ছিল, আশা করছি এবার তা হবে না।’
সূত্র: প্রথম আলো