মেষে ব্যবসায়িক যোগ শুভ, বৃষে আর্থিক অপচয়
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগ শুভ। চাকুরীরস্থানে উন্নতির যোগ আছে। তবে কর্মভাবে সমস্যা লেগেই থাকবে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আর্থিক অপচয় হতে পারে। লেখকদের জন্য ভাল কিছু ঘটতে পারে। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মযোগ শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসায়িক দিকে থেকে সুযোগ মিলতে পারে। মনের মানুষের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে। কর্মস্থানে কোনও হানিকারক কিছু ঘটতে পারে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনার কোনো ব্যবহার পরিবারে কারো খারাপ লাগতে পারে। কর্মচাপ আপনাকে মানসিক অস্থিরতা প্রদান করবে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
জীবিকাক্ষেত্রে নতুন আলো দেখতে পাবেন। তবে পারিবারিক কোনও অশান্তি অনেক দূর গড়াতে পারে। আর্থিকযোগ শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শত্রুর ব্যাপারে সাবধান থাকতে হবে। কোনও বিপদ আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি আসবে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শারীরিকভাবে ভাল নাও থাকতে পারেন। চিকিৎসায় ব্যয় বাড়বে। পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকবে। ব্যবসায়িক যোগ শুভ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
নতুন কোনো যোগাযোগ আসতে পারে। অর্শজাতীয় রোগে বেদনা বাড়াবে। মাথায় আঘাত লাগার সম্ভাবনা আছে। আর্থিক ব্যয় বাড়তে পারে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মভাবে কোনো বিবাদ কপালে জুটতে পারে। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কথা রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোনও ভ্রমণে বাধা আসতে পারে। ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
উপহার পেতে পারেন। অচেনা লোকের জন্য বিপদ আসতে পারে। ব্যয় বাড়তে পারে। ব্যবসায়িকযোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রিয়জনের থেকে মানসিক আঘাত পেতে পারেন। মনের মানুষের সাথে বিবাদ হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মযোগ শুভ।