রাশিফল

আজকের রাশিফল, তারিখ- ২২/০১/২০১৯

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

শিল্প কলায় উন্নতি। ব্যবসায় নতুন অংশীদারি। প্রিয়জনদের সঙ্গে আড্ডা। নতুন প্রেমের সম্ভাবনা। কর্মে শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

প্রেমের সমস্যায় মানসিক ভাবে ক্লান্তবোধ। মেজাজ নিয়ন্ত্রনহীন। অপরাধমূলক ক্রিয়াকলাপ। নেতিবাচক চিন্তা। কর্মে মিশ্রযোগ।

মিথুন: (২২মে – ২১ জুন)

কর্মে বুদ্ধিমত্তার পরিচয়। লেখালেখি ও সাহিত্যচর্চায় মনযোগ। প্রেম নিয়ে প্রতিকূলতা। আদালতে গড়াতে পারে সম্পত্তি সমস্যা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

প্রেম ও দাম্পত্যে শুভ। কর্মে সফলতা। ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কর্মসূত্রে বিদেশ ভ্রমন।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

সৌভাগ্য এবং সুসময় উপভোগ।প্রিয়জনের সঙ্গে ভ্রমন। অবিবাহিত মনের মতো সঙ্গীকে খুঁজে পেতে পারেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আইনি কাজে অংশগ্রহন। ব্যঙ্গাত্মক মন্তব্যে মন কষ্ট। মতবিরোধ। প্রেম নিয়ে অপ্রত্যাশিত সমস্যা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

পরিবারিক অনূষ্ঠান। আনন্দমুখর পরিবেশ। প্রিয়জনকে মনের কথা প্রকাশ। মানসিক শান্তি উপভোগ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

পরিশ্রমের ফল আশাহত হতে পারে। বিভ্রান্তিকর সিদ্ধান্ত। প্রেম শুভ। মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তাগ্রস্ত।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

নতুন ব্যবসার পরিকল্পনা। সফল আলাপ। প্রেমের অনুভূতি সব কিছুকে ছাপিয়ে যেতে পারে। কর্মে সাফল্য।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

বিভ্রান্তিকর বিষয়গুলি নিয়ে সমস্যা। প্রেম নিয়ে সংবেদনশীল। দাম্পত্যে বিতর্ক। স্থাবর সম্পত্তি নিয়ে পরিবারের বাদানুবাদ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

চিন্তাভাবনা অন্যদের প্রভাবিত করবে। পারিবারিক বিষয় নিয়ে সংবেদনশীল। উল্লেখযোগ্য যোগাযোগ বৃদ্ধি। প্রেমের প্রস্তাব।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

সন্তুষ্টি বোধ। আর্থিক অবস্থার উন্নতি। প্রচেষ্টাগুলিতে বুদ্ধিমত্তার পরিচয়। প্রেমে সফলতার ইঙ্গিত।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button