সদরের এসি-ল্যান্ড রাবেয়া পারভেজকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া পারভেজকে (১৭৫৩৬) সিনিয়র সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার কে এম আল-আমিন স্বাক্ষরিত মাঠ প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার রাবেয়া পারভেজকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল।
(বিসিএস) ৩৩তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৯ সালের ৩১ মার্চ গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যোগদান করেছিলেন। রাবেয়া পারভেজ এর নিজ জেলা মুন্সিগঞ্জ।
উল্লেখ্য: এই কর্মকর্তা ২০১৭ সালের ২৩ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় যোগদান করেছিল। ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল।
আরো জানতে……..
গাজীপুর সদরের নতুন এসি-ল্যান্ড রাবেয়া পারভেজ