রাশিফল

মেষে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, কর্কটে ব্যবসায়িক উন্নতি

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
রাশিচক্রের প্রভাবে ভাগ্য উদয়ের কোনও সূচনা হতে পারে। রক্তশূন্যতা নিয়ে শরীরে কোনও কষ্ট বৃদ্ধি। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বুঝে না চলায় অপরের কাছে অপমানিত হতে পারেন। বিলাসিতায় ব্যয় বাড়তে পারে। গুপ্তশত্রু নিয়ে চিন্তা বাড়বে।

মিথুন: (২২মে – ২১ জুন)
গ্রহের ইতিবাচক প্রভাবে নতুন কোনও কাজের চেষ্টা সফল হবে। বাকি থাকা কোনও পাওনা আদায় হতে পারে। শরীরে পুরনো রোগ বাড়তে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা। ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগ উন্নতি বয়ে আনবে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
গ্রহের প্রভাবে মনে অস্থির ভাব বাড়তে পারে। কোনও ভুলের কারণে সম্মান নষ্ট হতে পারে। বাড়তি আয়ের চেষ্টা করতে গিয়ে বিপদ আসতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সকালের দিকটা ভাল মন্দ মিশিয়ে যেতে পারে। দুপুরের পরে কিছু পরিবর্তন হবে। অভাবের কারণে কোনও প্রকার ঋণ গ্রহণ করতে হতে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
গ্রহের প্রভাবের ফলে মনে বিরক্তভাব বাহ্যিক প্রকাশ পেতে পারে। দাম্পত্যে বিবাদ সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ব্যয় মানসিক অশান্তি প্রদান করতে পারে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবারের কোনও বিপথের যোগ আছে। ব্যবসায়িক যোগে মনের আশা পূরণ নাও হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দিনটিতে সহকর্মীর সাহায্য নিতে হতে পারে। শরীরে কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায়িক যোগ মধ্যম। যাত্রাযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
গ্রহের বিপরীত অবস্থানের কর্মভাবে বাধা আসতে পারে। অর্থ নিয়ে মনে অস্থিরতা তৈরি হতে পারে। চাকরিরস্থানে বাজে ব্যবহার জুটতে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক থেকে বাড়তি আয় আসতে পারে। নতুন কোনও কাজের জন্য মনে উদ্বেগ বৃদ্ধি হতে পারে। আইনি কাজে চিন্তা বৃদ্ধি হতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
রাহুর প্রভাবে সামান্য ভুলের কারণে কোনও কাজ হাত ছাড়া হতে পারে। বাড়িতে আত্মীয়র আগমন। আর্থিক যোগ শুভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button