সারাদেশ
ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ কনস্টেবল আশিক মাহমুদকে (২২)।
নির্যাতিত তরুণীর ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার মধুপুর নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর এলাকার অনার্স পড়ুয়া এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয় আশিক মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৫ ডিসেম্বর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিত ওই তরুণী। পরে তাকে গ্রেপ্তার করা হয়।