রাশিফল

চিন্তায় অস্থির বৃষ, কর্কটের পদোন্নতি

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। কর্মক্ষেত্রে দিনটি সর্বাধিক উজ্জ্বল থাকতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য দিনটি শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
চিন্তাভাবনা আপনাকে অস্থির ও দিশাহীন করে তুলতে পারে। আর্থিক বিষয়ে সাক্ষাৎ ও আলাপচারিতার সম্ভাবনা।

মিথুন: (২২মে – ২১ জুন)
দৈনন্দিন কাজগুলির প্রতি আজ আপনার খুব একটা ইচ্ছা থাকবে না। কোনও গুরুত্বপূর্ণ কাজে আজ হাত না দেওয়াই ভালো।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ধর্মীয়মুখর পরিবেশের জন্য শান্তি এবং সন্তুষ্টিলাভ। চাকরিজীবীদের পদোন্নতি। বেতন বৃদ্ধি এবং প্রশংসা প্রাপ্তির সম্ভাবনা। সহকারী দ্বারা সহযোগিতা।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
অলসতার কারণে দৈনন্দিন কাজগুলি ধীরগতি থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজে আজ হাতে না নেওয়াই ভালো। ঊর্ধ্বতনরা কোনো কারণে আপনার প্রতি বিরক্ত থাকতে পারেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সৃজনশক্তিকে সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন। তবে দিনটিতে মাথার অনেক চিন্তা মানসিক দ্বন্দ্বে ফেলে দিতে পারে। অপ্রত্যাশিত ব্যয়।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বাড়ির পরিস্থিতি কাজে মনোনিবেশ করতে সাহায্য করতে পারে। কর্মযোগে ব্যবহার ও সাফল্য আপনাকে প্রশংসা এনে দেবে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অভিজাত ব্যবহার আপনাকে আরও বেশি ভাগ্যবান করে তুলবে। তবে এমন কিছু করতে পারেন যাতে অন্যের বিরক্তির সৃষ্টি হতে পারে। করে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আত্মীয়দের সঙ্গে কোনও প্রমোদ ভ্রমণে যেতে পারেন। নারীকুল থেকে উপহার পেতে পারেন। ধর্মীয় কাজে যুক্ত থাকার সম্ভাবনা আছে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রভাবশালী ব্যক্তিরা আপনার পক্ষে থাকবেন। সামাজিক অবস্থানের উন্নতি। বাবার দিক থেকে লাভবান হতে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অন্য উৎস থেকে লাভের প্রত্যাশা কতে পারেন। বন্ধুদের সঙ্গে কাটানো সময়গুলি আনন্দের হবে। ব্যবসায়ে বৃদ্ধি।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বিরক্ত বোধ করতে পারেন। চোখ সমস্যায় ফেলতে পারে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক মধুর। কর্মভাবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button