গরুচোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩
গাজীপুর কণ্ঠ ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার ভোররাত চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত তিন ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে তাঁদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছর।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার ভোররাত চারটার দিকে একটি পিকআপভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন গরুচোর যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে আসেন। তাঁরা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালাতে থাকেন। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া দেয়। এলাকার মসজিদের মাইক থেকে গরুচোরদের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
এলাকার কয়েক ব্যক্তির ভাষ্য, এলাকাবাসী প্রায় দেড় কিলোমিটার তাড়িয়ে প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে সন্দেহভাজন গরুচোরদের ধরে ফেলেন। তাঁরা সন্দেহভাজন তিন গরুচোরকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে সন্দেহভাজন দুই ব্যক্তি নিহত হন। আরেক জন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তিনটি গরু উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।