গাজীপুর

ইজতেমা থেকে ফিরছেন মুসল্লিরা, বেশি ভাড়া নেয়ার অভিযোগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গোনাহ মাফের আর্জিতে মোনাজাত শেষে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা।

রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। সড়ক বন্ধ থাকায় মোনাজাত শেষে অনেকেই গন্তব্যে পৌঁছার জন্য নৌপথ বেছে নেন। এছাড়া সড়ক পথে হেঁটে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন মুসল্লিরা।

সড়ক পথে হেঁটে যাওয়া মুসল্লি আজমত বলেন, ‘গত বৃহস্পতিবার মেহেরপুর থেকে বিশ্ব ইজতেমা ময়দানে এসেছি। তবে ইজতেমা ময়দানে জায়গা হয় নাই। অনেক কষ্ট হলেও আখেরি মোনাজাতে অংশ নিতে পেরেছি। এ কারণে খুব ভালো লাগছে। এখন মেহেরপুরের উদ্দেশে ফিরে যাচ্ছি।’

নৌপথ পথ বেছে নেয়া মুসল্লি আকন্দ বলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। হেঁটে যেতে পারব না। তাই নৌকায় রওনা দিলাম। আমি রংপুরে যাব। আশুলিয়ায় গিয়ে গাড়িতে উঠব।’

এদিকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় পিকআপ, থ্রি-হুইলার মহাসড়ক দখল করে নিয়েছে। প্রত্যাশা ব্রিজ থেকে আশুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত জনপ্রতি ৪০ থেকে ৫০ টাকা ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ এই রুটের ভাড়া মাত্র ৫ টাকা।

সুমন নামে এক মুসল্লি অভিযোগ করে বলেন, ‘সুযোগ বুঝে পিকআপ ও থ্রি-হুইলার চালকরা বেশি ভাড়া নিচ্ছেন। যা উচিত না।’

পিকআপ চালক নাজিম বলেন, ‘একবার গেলে আর ফেরত আসতে পারব না। আশুলিয়া যেতে সময় লাগবে অন্তত ২ ঘণ্টা। সে হিসেবে ৫০ টাকা খুব বেশি না।’

এ সময় পরবর্তী ইজতেমায় মুসল্লিরা ফ্রি গাড়ি সার্ভিসের দাবি জানান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button