রাশিফল

শনিবারের রাশিফল, তারিখ- ১৯/০১/২০১৯

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ইতিবাচক ভাবনায় উদ্বুদ্ধ। কঠিন কাজে সহজেই সফল। পছন্দের মানুষটি আপনাকে চমক দিতে পারে। শিক্ষায় শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
দিনটি উপভোগ করবেন। কর্মে সফলতা। সহকারীদের থেকে সম্মান লাভ। ঊর্ধ্বতন নির্ভরযোগ্য গণ্য মনে করবে।

মিথুন: (২২মে – ২১ জুন)
অর্থ সঞ্চয়ের মানসিকতা। ব্যবসা বাড়ানোর পরিকল্পনা। প্রকল্পগুলি রূপায়িত হতে শুরু করবে। শারীরিক অসুস্থতা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
অনুভূতিগুলি নিয়ন্ত্রণহীন। সৃজনশীলতা ও ব্যবসার পরিকল্পনা। ঊর্ধ্বতনের থেকে নিষেধাজ্ঞা থাকতে পারে। দুশ্চিন্তাগ্রস্ত।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সহজে কর্মবিরতি পাবেন না। কর্মে মনোনিবেশে সমস্যা। অলসতা বোধ। শিক্ষায় মনঃসংযোগহীন। ব্যবসায় সতর্কতা।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ভারসাম্য ফিরে পাবেন। দিনটি সহজ। লড়াই হীন সমাধান। ঊর্ধ্বতনদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ভালোবাসার মানুষটি অপেক্ষা করতে পারে। ব্যবসায়ে শ্রীবৃদ্ধি। লাভের সুযোগ। ইতস্তত বোধ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অতিরিক্ত প্রতিক্রিয়া। মেজাজ নিয়ন্ত্রণহীন। রাশির জাতকরা সংবেদনশীল। বিতর্কিত আলোচনা। ব্যয় বৃদ্ধি।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
টুকটাক বিবাদ। আত্মবিশ্বাসে ভরপুর। প্রিয়জনদের সঙ্গে সুসময়। ভ্রমণের পরিকল্পনা। যাত্রাযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নির্ধারিত প্রকল্পগুলিতে আর্থিক চুক্তি। কোনো বাধার সম্মুখীন। কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ আবহ। যাত্রাযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মন অনুভূতি প্রবণ। অনুভূতিগুলিতে ইতিবাচক সাড়া। ফের প্রেমে পড়তে পারেন। পরিবারের সঙ্গে আলাপ। আর্থিকযোগ মিশ্র।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মানসিক ভাবে অস্থির বোধ। মনের কথা জানিয়ে সমস্যায় পড়তে পারেন। স্থাবর সম্পত্তি নিয়ে বাদানুবাদ। প্রেম শুভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button