কন্যায় ব্যয় বাড়তে পারে, মকরে ভ্রমণের সম্ভাবনা
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
দৈনন্দিন কর্মজীবন থেকে একটু বিরতি প্রয়োজন। পরিবার বা বন্ধুদের নিয়ে আমোদ-প্রমোদের পরিকল্পনা করতে পারেন। কর্মযোগ উন্নত।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনোরকম অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেন। কর্মযোগে ব্যাঘাত ঘটতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে।
মিথুন: (২২মে – ২১ জুন)
সৃজনশীলতা ও উদ্ভাবনীশক্তি দেখা দেবে। কর্মভাব উন্নতমানের হবে। তবে অর্থ নিয়ে মানসিক অস্থিরতা বজায় থাকবে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পরিশ্রমের ভালো ফল পাবেন। দিনের কাজগুলো ভালোভাবে শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনেরা খুশি হবেন।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
ব্যবসায় আর্থিক লাভ। অংশীদারেরা সহমত পোষণ করবে। কোনো মনোরম স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মভাবে অধৈর্য বা অস্থিরতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ব্যয় বাড়ার সম্ভাবনা আছে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসার বিশেষ উন্নতি। শারীরিক সুস্থতা বজায় থাকবে। আর্থিক লাভ। কিছু সুসংবাদও পেতে পারেন। ভ্রমণের পরিকল্পনাটি নির্ঝঞ্ঝাট হবে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দূরবর্তীস্থানের লোকজনের সঙ্গে যোগাযোগ আপনাকে উপকৃত করবে। কর্মভাব মোটের উপর শুভ। চোখ বা দাঁতের সমস্যা ভোগাত পার।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করার জন্য দিনটি আদর্শ। নিজের কাজে নিজেই সন্তুষ্টবোধ করবেন। আর্থিক উন্নতির যোগ শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মভাবে বিতর্ক। মাতৃস্থানীয় কোনও নারীর উপর সহানুভূতিশীল হয়ে পড়তে পারেন। ভ্রমণের সম্ভাবনা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
চিন্তা করার ক্ষমতা উন্নত হবে। দিনটি অনুকূল। কর্মে প্রশংসিত নাও হতে পারে। দিনটিতে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারেন। যেটি ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে। প্রিয়জনের সঙ্গে অভূতপূর্ব আনন্দ লাভ। আর্থিকযোগ শুভ।