রাশিফল

কর্কটের আর্থিক যোগ, তুলার হতাশা

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

ব্যবসা এখন ক্রমেই বেড়ে উঠবে এবং এর ফলে নানা জায়গায় যেতে হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনরা খুবই খুশি থাকবেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

সামাজিক অনুষ্ঠানগুলিতে যোগদান সামাজিকক্ষেত্রে সক্রিয় করে তুলবে এবং আপনি স্বীকৃতি পাবেন। গৃহের পরিবেশ শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)

কাছের লোকজনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মভাবে সতর্ক থাকুন। মানসিক অস্থিরতা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

সাফল্য উদ্দীপ্ত করবে এবং কাজগুলি উদ্দীপনার সঙ্গে করবেন। তবে কর্মযোগে সমস্যা বহাল থাকবে। আর্থিক যোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

পরিবারের সাথে মাথাগরমের ফলে কর্মভাবে প্রভাব পড়বে। সহকর্মীদের সাথে সম্পর্কগুলি খারাপ করে ফেলতে পারেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত বোধ করবেন। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। উপহার লাভের সম্ভাবনা আছে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

মেজাজের জন্য বদনাম হতে পারে। সুনাম নষ্ট হতে পারে। সময়ে কাজ সম্পন্ন না করতে পারায় হতাশ হয়ে পড়তে পারেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

হজমের সমস্যায় ভোগার জন্য শারীরিকভাবে দুর্বল বোধ করবেন। তবুও কর্মক্ষেত্রে সক্রিয় থাকবেন। ব্যবসায় সহকারীদের সহায়তায় আর্থিক লাভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কাজেরক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিশেষ আনন্দ দেবে। মায়ের দিক থেকে আসা সুসংবাদ পারিবারের পরিবেশকে আনন্দ মুখর করে তুলবে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

কর্মযোগে অনুভূতিশীল হয়ে পড়তে পারেন। দুশ্চিন্তাগ্রস্ত ও বিরক্ত বোধ করতে পারেন। ব্যয়ের যোগ বিদ্যমান।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

অস্থির থাকায় স্বাস্থ্যের বিশেষ ক্ষতি হতে পারে। প্রতি মুহূর্তে মেজাজ বদল হওয়ার জন্য সম্পর্কগুলির উপর প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

সম্পত্তি সংক্রান্ত আইনি ক্রিয়াকলাপ থেকে আজ দূরে থাকুন। আর্থিক লেনদেনের বিষয়ে সাবধান থাকুন। মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button