মাওনায় দুই ছাত্রীকে প্রকাশ্যে মারধর করে এক যুবক(ভিডিও)
গাজীপুর কণ্ঠ : শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দুই ছাত্রীকে প্রকাশ্যে রাস্তার মধ্যে মারধর করে এক যুবক।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পরে এই চিত্র।
ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, দুপুর ১টা ১৭ মিনিটে দুই ছাত্রী সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তাদের সঙ্গে এক যুবককেও যেতে দেখা যায়। এক পর্যায়ে তারা সড়কের অপরপ্রান্তে চলে যায়। তখনও ওই যুবককে ছাত্রীদের সঙ্গে যেতে দেখা যায়। এর এক পর্যায়ে ওই যুবক পেছন থেকে ছাত্রীদের কিল-চড় মারতে থাকে। এক পথচারী যুবককে বাধা দেয়।
স্থানীয়রা জানান, ওই এলাকায় টহলে থাকা শ্রীপুর থানার এসআই জহির রায়হান ও স্থানীয়দের সহায়তায় দুই ছাত্রী ঘটনাস্থল থেকে চলে যায়। পুলিশ অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়।
এসআই জহির রায়হান স্থানীয় সাংবাদিকদের জানান, এ ঘটনার যুবক অনুতপ্ত হয়। কেউ অভিযোগ না করায় তাকে স্বজনদের জিম্মায় দেয়া হয়।
পরবর্তীতে এ ব্যাপারে এসআই জহির রায়হানের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, বিষয়টি তাঁর জানা নেই।