আন্তর্জাতিকআলোচিত

যুদ্ধ শুরু: ইরানের হামলায় ৮০ ‘আমেরিকান সন্ত্রাসী’ নিহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জন ‘আমেরিকান সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান।

বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ এবং ইরবিলের একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এতে ৮০ জন ‘আমেরিকান সন্ত্রাসী’ নিহত হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ একটি ক্ষেপণাস্ত্রও মোকাবেলা করতে পারেনি বলে দাবি করছে ইরান কর্তৃপক্ষ। খবর এনডিটিভি।

রেভল্যুশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের স্টেট টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এ হামলার বদলা নেয়ার চেষ্টা করলে ইরান এ অঞ্চলে আরো ১০০টি লক্ষ্যবস্তু স্থির করে রেখেছে। হামলায় দুই ঘাঁটিতে অবস্থানরত হেলিকপ্টার এবং সামরিক সরঞ্জাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে।

দুই বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেন্টাগন বলছে, আনবার প্রদেশের আইন আল-আসাদ এবং ইরবিলের একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা করা হয়েছে। ইরাকের ওই দুটি মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা।

গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় ড্রোন হামলা চালিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরে তাকেই সবচেয়ে প্রভাবশালী মনে করা হয়। এ হত্যাকাণ্ডের ‘কঠিন প্রতিশোধ’ নেয়ার হুমকি দিয়ে রেখেছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুমকি দিয়ে যাচ্ছেন। এ ঘটনায় গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারো অস্থিতিশীল হয়ে ওঠার জোর আশঙ্কা দেখা দিয়েছে।

ঘটনার পর তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় ইরানে। শোক শেষ হওয়ার পরের দিনই এ হামলার ঘটনা ঘটলো। অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বিবৃতিতে দাবি করেছেন, আক্রমণটি আত্মরক্ষামূলক। যুদ্ধের পরিস্থিতি আরো ঘনীভূত করে তোলার চেষ্টা অস্বীকার করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ এ হামলার কথা স্বীকার করা হলেও ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো দেয়া হয়নি। স্থানীয় সময় বুধবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্পের এ ব্যাপারে বিবৃতি দেয়ার কথা রয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button