রাশিফল

মেষ ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন, বৃষের কর্মে সফলতা

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আর্থিক ঋণ নিতে পারেন। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। আইনি বিষয়গুলিতে জটিলতা বহাল থাকবে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ইতিবাচক চিন্তার সাহায্যে মানসিক ভারসাম্য বজায় থাকবে। কর্মভাবে সফলতা। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

মিথুন: (২২মে – ২১ জুন)
মানসিক শান্তি বজায় রাখার জন্য ধর্মীয় ক্রিয়াকলাপে ব্যস্ততা বাড়বে। পারিবারিক কারনে আর্থিক ব্যয়। ভ্রমনযোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পরিবার ভ্রমনের পরিকল্পনা। মনের মানুষের সঙ্গে সময়টা ভালো কাটবে। জীবিকাযোগ শুভ। নতুন আসবাব কিনতে পারেন।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শিক্ষায় শুভ। সহকর্মীদের সাথে কিছুটা মানিয়ে নিলে কর্মভাব আপনার জন্য আরও শুভ হবে। আরও কিছুদির বাদে নতুন কাজে হাত দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সৃজনশক্তিকে ব্যবহার করতে পারবেন। তবে আজ মানসিক দ্বন্দ্ব আপনাকে কিছুটা দ্বিধায় ফেলবে। ব্যয় বাড়তে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বাড়ির শুভ আচরনে কারনে কর্মে মনোনিবেশ করতে সাহায্য করতে পারে। ব্যবহারই আপনার সাফল্যের চাবিকাঠি।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শারীরিকভাবে ভালেই থাকবেন। পুরনো বন্ধুবান্ধব বা আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে। ভমনের পরিকল্পনা। কর্মে শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কাউকে আজ অপ্রিয় কথা বলে ফেলতে পারেন। কর্মভাবে ঊর্ধ্বতনের ব্যবহার আপনাকে হতাশ করতে পারে। অংশীদারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পরতে পারেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
দিনটিতে কাজের পরিবেশ বন্ধুত্বপূর্ণর আধিক্য বেশী। সুন্দর আচরণ সহকর্মীদের মন কাড়তে পারে। আর্থিক যোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মে প্রশংসিত। জীবিকাক্ষেত্রে সামাজিক সম্মান প্রাপ্তি হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা। ভ্রমনের পরিকল্পনা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
রাশিচক্রে এটি আর্থিক লাভের সময়। সামাজিকভাবে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসা বাড়ারও সম্ভাবনা আছে। আলসতায় ভুগতে পারেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button