আজকের রাশিফল, তারিখ- ১৮/০১/২০১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ভবিষ্যৎ গড়ার সুযোগ। দৈনন্দিন কাজগুলি একঘেয়ে হয়ে উঠতে পারে। মনের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। কর্মে সমস্যা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রকল্পগুলি সম্ভবত সফল। যশ স্বীকৃতি বৃদ্ধি। বাসার পরিবেশ প্রাণোচ্ছল। মানসিক ভাবে চনমনে বোধ। প্রেম শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি। প্রেম প্রবর্তিত। দাম্পত্যে সময় কাটানোর সুযোগ। যাত্রাযোগ শুভ। ভ্রমণের পরিকল্পনা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
স্বাস্থ্যের অবনতি। সময়ে কাজ শেষ না করতে পারায় চাপ বৃদ্ধি। নতুন প্রকল্প এখনই শুরু না করাই ভালো। প্রেমযোগ মিশ্র।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে পরিস্থিতি প্রতিকূল। ঊর্ধ্বতনদের অসহযোগিতার মনভাব। সন্তানের কারণে মতবিরোধ। দাম্পত্য শান্তি ভঙ্গ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
বাসায় উৎসবের পরিবেশ। পরিশ্রম দ্বারা ঊর্ধ্বতনরা খুশি। অপেক্ষার অবসান। পদোন্নতি। প্রেমযোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মক্ষেত্রে উপকৃত। প্রমোদ ভ্রমণের সম্ভাবনা। প্রিয় মানুষের থেকে শুভ খবর। বিবাহযোগ্য পেতে পারেন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আবেগের বসে সিন্ধান্ত। আইনি বিষয়গুলিতে জটিলতা। প্রেমে নম্রতা। ব্যবসায়ে লাভ। দাম্পত্যে সমস্যা।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দিনটি চমকে ভরা। প্রিয়জনের থেকে চমক। প্রেমে মনোরম স্থানে ভ্রমণ। দম্পত্যে সাচ্ছন্দ্য। যাত্রাযোগ শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আর্থিক সমস্যার সম্মুখীন। অসম্পূর্ণ কাজে সফলতা। মানসিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ। প্রেমে শুভ। সফলতার যোগ আছে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সমস্যা থাকলেও দুশ্চিন্তার মেঘ কেটে যাবে। নিশ্চিন্ত বোধ। প্রেমযোগ মিশ্র। ব্যবসায়ে সফলতা।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বিষয় আশায় চিন্তা থাকতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা। অন্যতম। সম্পত্তি সংক্রান্ত কাজে আইনিই সমস্যা। প্রেম অনুকুলহীন।