রাশিফল

মেষের অহেতুক ব্যয় বৃদ্ধি, আর্থিক লাভের সম্ভাবনা বৃষের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে। মনঃসংযোগের অভাবে ও লক্ষ্যহীনতায় কাজগুলো নষ্ট হতে পারে। অহেতুক ব্যয় বাড়তে পারে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নক্ষত্ররা আপনার অনুকূলে আছে। আর্থিক লাভের সম্ভাবনা। শারীরিক ও মানসিকভাবে উদ্দীপিত বোধ করবেন।

মিথুন: (২২ মে – ২১ জুন)
কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য শিক্ষায় কঠোর পরিশ্রম করতে হবে। কর্মভাবে পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ভাইবোনদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। সময়টিকে আনন্দময় করে তোলার জন্য কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মযোগে উদারতার ফলে সমস্যা দেখা দিতে পারে। কোনো বিবাদে লিপ্ত হতে পারেন। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ায় সমস্যা বাড়তে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনার কল্পনাগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সন্তানদের থেকে সুখবর পেতে পারেন। ভ্রমণের যোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সামাজিকতায় আনন্দ লাভ করবেন। রোজগারের যোগেও শুভভাব বজায় থাকবে। স্বাস্থ্যভাব ভালো।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবারের ছোটখাটো মনমালিন্য দেখা দিতে পারে। কর্মভাবে সাবধানতা অবলম্বন করুন। আর্থিকভাবে কোনো রকম বিবাদ হতে পারে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মস্থানে হঠাৎ উত্তেজনা দেখিয়ে ফেলতে পারেন। এতে আশান্তি আরও ঘনীভুত হতে পারে। বেআইনি ও অনৈতিক বিষয় থেকে আজ দূরে থাকাই ভালো।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
স্নায়ুর চাপ বাড়তে পারে। সহকারীদের থেকে কোনো রকম সহায়তা না পাওয়ায় চাকরি ক্ষেত্রে হতাশা বাড়তে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কাজগুলো ত্রুটিহীনভাবে সেরে ফেলতে পারবেন। কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মভাবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিকযোগ শুভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button