রাশিফল

আজকের রাশিফল, তারিখ- ১৭/০১/২০১৯

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

শুভ ঘটনার সম্মুখীন। ভ্রমণের আলোচনা। ব্যবসার জন্য বাড়তি ব্যয়। চাকরিরস্থানে উন্নতির যোগ। প্রেমে সমস্যা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

ব্যয় অপচয় হতে পারে। লেখকদের জন্য শুভ। ব্যবসায়ে বিনিয়োগ। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা। প্রেমযোগ শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)

ব্যবসায় শুভ সুযোগ। প্রেমে বিবাদ। বিনোদনে সময় কাটবে। অপ্রীতিকর ঘটনার সম্মুখীন। যাত্রাযোগে শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

প্রেমে সমস্যা। পরিবারের ব্যবহারে মন কষ্ট। কর্মে চাপ বৃদ্ধি। সাহিত্য চর্চায় আনন্দ লাভ। ব্যবসায়ে শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

ব্যবসায় নতুন দিশা। পরিবারের অশান্তি অনেক দূর গড়াতে পারে। বন্ধুর থেকে উপকার। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। বিপদের আশঙ্কা। গঠন মূলক কাজে উন্নতি। প্রেমে চাপ বৃদ্ধি ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

শরীর ভাল নাও যেতে পারে। ভোগবিলাসে ব্যয়। পিতার সঙ্গে অশান্তি। ব্যবসায় শুভ সুযোগ। প্রেমে বাধা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

যোগাযোগ বাড়তে পারে। অর্শ জাতীয় রোগে ভোগান্তি। মাথায় আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি খরচ। প্রেম নিয়ে সমস্যা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

বিবাদ কপালে জুটতে পারে। অপরের উপকার করতে গিয়ে ক্ষতির সম্ভাবনা। সম্পত্তি ব্যাপারে চাপ আসতে পারে। প্রেম শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

কথা রক্ষা না করতে পারায় অপমান জুটতে পারে। ভ্রমণে বাধা। ব্যবসায় শুভ। সঞ্চয় বৃদ্ধি। সন্তানের জন্য চিন্তা।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

উপহার প্রাপ্তি। অচেনা মানুষের দ্বারা বিপদ। অতিরিক্ত খরচের সম্ভবনা। আইনি জটিলতা। প্রেমে সমস্যা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

অশান্তির কারণে ভোগান্তি। প্রিয়জনের থেকে আঘাতে মন কষ্ট। প্রেমে বিবাদ। পেটের সমস্যা বৃদ্ধি। ব্যবসায় শুভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button