আলোচিত

‘সাংবাদিক’ পরিচয়ের আড়ালে অপহরণ: চক্রের দুই সদস্য গ্রেফতার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভূঁইফোড় পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে টার্গেট করে মানুষের সঙ্গে পরিচিত হয় তারা। টার্গেট করা ব্যক্তির ফোন নম্বর সংগ্রহ করে তা সরবরাহ করে চক্রের নারীদের কাছে। এরপর মিশনে নামে নারীরা। মোবাইল ফোনে কথোপকথন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম আলাপচারিতাসহ নানা কৌশলে ওই ব্যক্তির ঘনিষ্ঠ হয় চক্রের যে কোনও এক নারী।

পরিচয়ের কিছুদিনের মধ্যে টার্গেট করা ব্যক্তিকে সুবিধামতো স্থানে দেখা করতে বলা হয়। দেখা হওয়ার পর বাবা-মা অসুস্থ বা তাদের সঙ্গে দেখা করানোর নাম করে ওই ব্যক্তিকে বাসায় নিয়ে যায়। বাসায় নেওয়ার পর আগে থেকে প্রস্তুত থাকা চার-পাঁচজন পুরুষ মিলে ডেকে নিয়ে আসা ব্যক্তিকে আটকে ফেলে। তাকে বিবস্ত্র করে ওই নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়।

পরবর্তীতে ওই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে বিশাল অংকের টাকা দাবি করা হয়। ফলে সম্মান হারানোর ভয়ে বাধ্য হয়ে মুক্তিপণ দেন ফাঁদে পড়া ব্যক্তি।

এমন একটি চক্রের ব্ল্যাকমেইলিংয়ের শিকার হওয়া ওষুধ কোম্পানির এক কর্মকর্তাকে উদ্ধার করেছে র‌্যাব-৩। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে চক্রের দুই সদস্যকে। তারা হলেন বরিশালের সৈয়দ রাসেল (২৬) ও তারেক হোসেন (৩৪)। ৩ জানুয়ারি (শুক্রবার) রাতে অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ‘সংবাদ প্রতীক’, ‘বাংলাজমিন’ নামে দুটি কথিত গণমাধ্যমের পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া তাদের মোবাইল থেকে আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এভাবে অপহরণ ও জিম্মি করে আসছিল। সাংবাদিক পরিচয়ে তারা বিভিন্ন জনের নম্বর সংগ্রহ করে। এরপর চক্রের নারীদের ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিকে ফাঁদে ফেলার কাজে। নারীদের সঙ্গে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে, তারপর মুক্তিপণ চাওয়া হয়। ওষুধ কোম্পানির ওই ব্যক্তির কাছে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। তার পরিবার আমাদের কাছে অভিযোগ করার পর অভিযান চালিয়ে দুজনকে মালিবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এই চক্র বিশাল অংকের টাকা নিয়েও ভিডিও ডিলিট না করে পরবর্তীতে আবারও ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেয় বলে জানান রবিউল ইসলাম। তিনি বলেন, তারা বারবার ব্লাকমেইল করে টাকা নেয়। এই চক্রে কয়েকজন পুরুষসহ একাধিক নারী রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতার হওয়া দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব-৩ এর এই পুলিশ কর্মকর্তা জানান, স্কাই টিভি নামে একটি অনলাইন টিভির সাংবাদিক নামধারী একজন এই চক্রের পেছনে রয়েছে। তদন্তে আরও যাদের নাম আসবে, তাদেরও গ্রেফতার করা হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button