শত্রুদের পরাস্ত করবেন তুলা, দিন শুভ নয় কর্কটের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
দিনটি ঘটনাবহুল। সামাজিকতা নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকবেন। নতুন পরিচিত লাভ। অপরিকল্পিত ব্যয়ের সম্ভবনা। ব্যবসায় সাফল্য আশা করতে পারেন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
দিনটি ব্যবসায়ীদের জন্য অনুকূল। ব্যবসায় সাফল্যে ঊর্ধ্বসীমায় নিয়ে যাবে। চাকরিজীবীরা ঊর্ধ্বতনদের সহায়তা পাবেন। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।
মিথুন: (২২মে – ২১ জুন)
শারীরিক ও মানসিক ভাবে কিছুটা দুর্বলবোধ করবেন। নতুন কাজ শুরুরক্ষেত্রে অনিচ্ছা দেখা দেবে। সহকর্মী ও ঊর্ধ্বতনরা বন্ধুত্বপূর্ণ আচরণ নাও করতে পারে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দিনটি শুভ নয়। তবে কর্ম বিষয়গুলিতে আত্মবিশ্বাসী থাকবেন। ভুল বোঝাবুঝি এবং বিবাদেরও সম্ভাবনা।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দিনটি আর্থিক দিক দিয়ে শুভ। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সময় কাটবে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
মুখের উপর কোন কথা বলায় প্রিয়জনের আঘাত লাগতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি ও দুশ্চিন্তা মনকে অস্থির করে তুলবে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শত্রু ও প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করবেন। দিনটি সুস্থ ও প্রাণবন্তবোধ করবেন। নতুন কিছু পরিকল্পনা করে থাকেন তাহলে শুরু করতে পারেন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মানসিক চাপ ও শারীরিক অসুস্থতা চিন্তার কারণ হয়ে উঠবে। প্রিয়জন কোনও রোগে ভুগতে পারে। শারীরিক সুস্থতা বা সামাজিক মর্যাদার বিশেষ অবনতি ঘটতে পারে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মানসিকভাবে উজ্জীবিত হয়ে উঠবেন। কর্মভাবে বন্ধুদের মন জয় করতে পারবেন। আলোচনা ও বিতর্কে ইতিবাচক চিন্তাভাবনা অন্যদের প্রভাবিত করবে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রতিদ্বন্দ্বীদের বুদ্ধিতে পরাজিত করতে পারবেন। সহকর্মীদের সাহায্য পাবেন। বাসায় খুশির পরিবেশ বজায় থাকবে। আর্থিক লাভের প্রবল যোগ বিদ্যমান।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মভাবে পরিবার যুক্ততায় কিছু বিষয় জটিল হয়ে উঠতে পারে। সাধারণ সমস্যাগুলি বিভিন্নজনের নেতিবাচকতায় আরও বাড়িয়ে দেবে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শারীরিক শক্তি ও উদ্দীপনায় অলসতা দেখা দেবে। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য। কর্মভাবে দিনটি শুভ। আর্থিক যোগ শুভ।