বদলি-প্রদায়ন
নারায়ণগঞ্জে এক দিনে ৪৮ পুলিশ সদস্যের বদলি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জে নবাগত এসপি জায়েদুল আলমের আদেশে এক দিনে ৪৮ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা এসবি’র ডিআইও-২ শফিউল আজম।
তিনি বলেন, জেলার সাত থানায় একজন ওসি, ২২ জন এসআই, ২৫ কনস্টেবলকে বদলি করা হয়েছে।
তিনি আরো বলেন, কার্যক্রম গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে জেলা পুলিশকে ঢেলে সাজাতে এ রদবদল করা হয়েছে। বদলি হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।