গাজীপুর

গাজীপুরে ‘বই উৎসব ২০২০’ উদযাপন (ভিডিও)

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিনামূল্যে বই বিতরণ উপলক্ষ্যে সারাদেশের মতো গাজীপুরেও উৎসব মুখর পরিবেশে ‘বই উৎসব ২০২০’ উদযাপন করা হয়েছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত ও উচ্ছসিত।

বুধবার সকালে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং পশ্চিম চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌথ উদ্যোগে ‘বই উৎসব ২০২০’ উপলক্ষে নতুন বই এবং খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহীনুর ইসলাম, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মজিবুর রহমান।

অনুষ্ঠানে দুই হাজার পাঁচশত ছাত্রছাত্রীকে বই, খাবার ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করা হয়।

প্রধান অতিথীর বক্তব্যে জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম বলেন, শিশু শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থী বিনা মূল্যে বই পাচ্ছে। বিশ্বের কোন দেশে এত বই বিন্যামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয় না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার গাজীপুরের ৫টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক স্তরের ৩৫৮৬টি বিদ্যালয়ে ৫ লাখ ৭৯ হাজার ১৫৫ জন শিক্ষার্থীর মঝে ২৭ লাখ ৩৮ হাজার ৯৫৮ টি নতুন বই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিক স্তরে ৯৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লাখ ২৯ হাজার ৮০১ জন শিক্ষার্থীর মাঝে ৭৯ লাখ ৬১ হাজার ১৪৬ টি নতুন বই বিতরণ করা হয়েছে।

 

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button