শিক্ষা

প্রাথমিকে সেরা জেলা গাজীপুর, পাসের হার ৯৯.১৪ শতাংশ

গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৬৪ জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে গাজীপুর জেলা। গাজীপুর থেকে ৯৯.১৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

গাজীপুর জেলায় সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা ৭৭৫টি এবং কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক স্কুল রয়েছে ১ হাজার ৯৯৯টি।

জেলা প্রাথমিক অফিস সূত্রে জানা যায়, চলতি বছর গাজীপুর জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬১ হাজার ৭৬৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৬১ হাজার ৪৬৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ১৩৯ জন। এছাড়া জেলা ইবতেদায়ি পরীক্ষায় ৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ৭৫৮ জন। পাসের হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭৯ জন।

জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ, কালিয়াকৈর উপজেলায় ৯৯ দশমিক ৬৬ শতাংশ, শ্রীপুর উপজেলা ৯৯ দশমিক ৫১ শতাংশ, সদর উপজেলা ৯৯ দশমিক ৩২ শতাংশ এবং টঙ্গীতে পাসের হার ৯৬ দশমিক ৬১ শতাংশ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, শিক্ষার্থীদের চেষ্টা ও অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতায় সমাপনী পরীক্ষায় দেশের শীর্ষ অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।

অন্য দিকে সারাদেশে ৫১০টি উপজেলা ও থানার মধ্যে প্রথম হয়েছে ভোলার দৌলতখান উপজেলা। এই জেলার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

এদিকে ফলাফলে জেলার মধ্যে ফরিদপুর সবচেয়ে পিছিয়ে রয়েছে। এ জেলায় পাসের হার ৮৫.৯৬ শতাংশ। আর উপজেলার মধ্যে পিছিয়ে রয়েছে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬১.৮৭ শতাংশ।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পরীক্ষার ফলাফল তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫.৫০ শতাংশ।

বিদ্যালয়ের ধরন অনুযায়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে থাকা প্রাথমিক স্তরের শিশুরা সবচেয়ে ভালো করেছে। এ ধরনের বিদ্যালয়গুলোতে পাসের হার ৯৯.৫৫ শতাংশ। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গড় পাসের হার ৯৬.০১ শতাংশ।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button